নিজস্ব সংবাদদাতা :
এটিকে–র দেখানো রাস্তায় হাঁটতে চলেছে আইএসএলের তিনটে দল। এটিকে শেষ ৩ বছর স্পেনে প্রি–সিজন ট্রেনিং করেছে । তিনবারের মধ্যে দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা। অন্যান্য ফ্র্যাঞ্চাইজি দলগুলিও ভাবছে স্পেনে ট্রেনিং করলে নিশ্চয়ই কিছু না কিছু সুফল পেয়েছে এটিকে। তাই ৩ বছর ওখানে সেরেছে আবাসিক শিবির। এবার আইএসএলের তিনটে ফ্র্যাঞ্চাইজি প্রাক্–মরশুম ট্রেনিং সারবে স্পেনে। দিল্লি ডায়নামোস ইতিমধ্যে পৌঁছে গেছে। মুম্বই সিটি এফসি ও পুনে দল খুব তাড়াতাড়ি স্পেন উড়ে যাবে। দিল্লি দলের তারকা ফুটবলার প্রীতম কোটাল স্পেন যাচ্ছেন শনিবার। তবে, এটিকে এবার স্পেনে প্রাক্–মরশুম ট্রেনিং করতে স্পেন যাচ্ছেন না। দুবাইতে হওয়ার কথা এটিকে–র ট্রেনিং।