ওয়েব ডেস্ক
এদেশে রোহিঙ্গাদের থাকার পক্ষে সাওয়াল করে বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের উদাহরণ টানলেন এআইএমআইএম-প্রধান ওয়েসি। ১৯৯৪ সাল থেকে এদেশে রয়েছেন তসলিমা। তিনি যদি নরেন্দ্র মোদির ‘বোন’ হিসেবে এদেশে থাকতে পারেন তাহলে রোহিঙ্গারা কেন মোদির ‘ভাই’ হয়ে থাকতে পারবে না? এবিষয়ে প্রশ্ন তোলেন তিনি। তসলিমার উদাহরণ টেনে এদিন ওয়েসি বলেন, অন্যান্য শরণার্থীদের মতো রোহিঙ্গাদেরও এদেশে থাকা উচিত।
যারা সর্বস্ব হারিয়েছেন তাদের ফিরে পাঠানো উচিৎ নয় বলে মন্তব্য করেন ওয়েসি। রোহিঙ্গাদের এদেশে থাকা নিয়ে সরাসরি কেন্দ্র সরকারকে তোপ দেগে তিনি বলে, ‘‘কোন আইনের ভিত্তিতে রোহিঙ্গা শরণার্থীদের ফেরৎ পাঠাতে চাইছে কেন্দ্র?’’
শুধুমাত্র তসলিমা নাসরিন নয়, রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে এদিন শ্রীলঙ্কার শরণার্থীদের নিয়েও প্রশ্ন তোলে ওয়েসি । শ্রীলঙ্কার শরণার্থীরা এদেশে সন্ত্রাস ছড়াচ্ছে, তা সত্ত্বেও কেন তাদের ফেরৎ পাঠানো হচ্ছে না, বলে প্রশ্ন তোলেন তিনি।
এনডিএ সরকারের প্রতি আস্থা রেখে এদিন ওয়েসি বলেন, ‘‘আশা করা যায় ভারত সরকার রোহিঙ্গাদের এদেশে থাকার অধিকার দেবেন। এবং তাঁদের সন্তানদের সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করবে এই সরকার।’’
উল্লেখ্য, ভারতে ইতিমধ্যেই প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম আশ্রয় নিয়েছেন। আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে কমপক্ষে ১৬ হাজারকে উদ্বাস্তু-কার্ড দিয়েছে রাষ্ট্রসংঘ। কিন্তু রোহিঙ্গাদের ফেরৎ পাঠানো নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের তীব্র আক্রমণের মুখে পড়ে ভারত। অপরদিকে, বাংলাদেশের আশ্রিত প্রায় ৩ লক্ষ রোহিঙ্গার জন্য ৫৩ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
আপনাদের ভালো থাকার উপায় নিয়ে এল স্কিন ও হেয়ার স্পেশালিস্ট ড: দিপঙ্কর পোদ্দার, দেখুন ভিডিও