নীল বণিক :
প্রশাসনিক চাপের জেরে বর্তমানে নাজেহাল মোর্চা নেতারা। একদিকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক চাপ অন্যদিকে তৃণমূলের রাজনৈতিক চাপে যথেষ্ট চিন্তায় বিমল গুরুংরা। যত সময় গড়াচ্ছে রাজ্যের শাসক দলের নেতাদের সঙ্গে দুরত্ব বাড়ছে গোর্খা নেতাদের। ঠিক সেই সময়তেই কেন্দ্রের শাসক দলের নেতাদের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে গোর্খা নেতারা এবার কলকাতায়।
বুধবার সকালে রোশন গিরির নেতৃত্বে একটি দল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাসভবনে বৈঠক করেন। বৈঠকে গোর্খা নেতা রোশন গিরি রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। রাজ্য সরকার জিটিএ চালাতে প্রয়োজনীয় টাকা দিচ্ছে না বলেও দিলীপ ঘোষের কাছে অভিযোগ করেন তাঁরা। প্রয়োজনে জিটিএ ছাড়ার হুমকিও দিয়ে রাখেন মোর্চা নেতারা। সব শুনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন, পাহাড়ের পরিস্থিতির অবনতি চায় না রাজ্য বিজেপি। বিশেষ করে পাহাড়ে বাঙালীদের কোন মতেই যাতে হেনস্তা না হতে হয় তার জন্য মোর্চাকেই এগিয়ে আসতে হবে। তবে মোর্চার ডাকা বনধকে বিজেপি সমর্থন করবে কিনা তা নিয়েও রোশন গিরিদের কোন কথা দেননি দিলীপ ঘোষ।