নীল বণিক :
ময়দানের খবর ফের কলকাতার মাঠে দেখা যাবে হাবাসকে।কলকাতার সঙ্গে চুক্তি বাতিল হয়েছে স্প্যানিশ ক্লাব আটলেটিকো দ্য মাদ্রিদের। তাই এ বছর পাওয়া যাবে না গতবারের সফল কোচ মালিনাকে। কলকাতার কর্মকর্তারা জানেন ভালমতো এ ব্যাপারে। কারণ, এখনও দু’বছর চুক্তি রয়েছে মালিনার স্প্যানিশ ক্লাবটির সঙ্গে। প্রথমদিকে কলকাতার কর্তারা ফোনে কথা বলেছিলেন মালিনার সঙ্গে। চুক্তি ভেঙে কলকাতাতে কোচিং করাতে রাজিও হয়ে যান তিনি। কিন্তু বাদ সাধলো মালিনার আকাশছোঁয়া দর! এরপরেই এ টি কে কর্তারা হন্যে হয়ে কোচ খোঁজা শুরু করেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোচ হিসেবে প্রথম পছন্দে রয়েছেন হাবাস। সেইমতো তাঁকে বাজিয়ে দেখেন সঞ্জীব গোয়েঙ্কা এবং উৎসব পারেখের মতো কর্মকর্তা। সূত্রের খবর, এদিকে পুণে ছেড়ে কলকাতা ফিরতে ইচ্ছুক হাবাস। তাঁর সঙ্গে পুণের চুক্তি একবছরের। তাই হাবাসকে পাওয়ার ব্যাপারে কোনও অসুবিধা নেই এ টি কে-র। সবকিছু ঠিকঠাক চললে আগামী মাসের পর কলকাতার সঙ্গে নতুন চুক্তি হবে হাবাসের।