ওয়েব ডেস্ক :
নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়ই খেলেছিলেন বাগানে, শেষের দিকে প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলে। সেই আই এম বিজয়ন লালহলুদ কর্তাদের বলেছিলেন কেরালার ফুটবলারের কথা। তাঁর কথা শুনে ইস্টবেঙ্গল আলভিটো আর ষষ্ঠী দুলেকে কেরালা পাঠিয়েছিল খেলোয়াড় বাছতে। আই এম বিজয়নের সুপারিশ করা ফুটবলারটি লালহলুদের দুই প্রতিনিধির পছন্দ হয়নি। তখন কেরালার আর এক প্রাক্তন খেলোয়াড় বিনীশ সাহায্যের হাত বাড়িয়ে দেন আলভিটো আর ষষ্ঠীকে। খেলা ওঁদের পছন্দ হল দুই ফুটবলার মির্শাদ আর জাস্টিনকে।
মির্শাদ গোলকিপার। ইস্টবেঙ্গল বরাবরই গোলকিপার সমস্যায় ভোগে। মির্শাদকে পছন্দ হয়েছে। জবি জাস্টিন দুরন্ত গতির ফুটবলার। খেলেন ফরোয়ার্ডে। বছর ২৪-এর জাস্টিন খেলতে পারেন রাইট ব্যাক এবং রাইট উইংয়েও। কলকাতা লিগের জন্য দল গুছিয়ে নিয়েছে লালহলুদ। এবার কী তাহলে নিজেদের রেকর্ড ভেঙে আটে আট করতে চাইছেন লালহলুদ কর্তারা!