নিজস্ব সংবাদদাতা :
আগামি দু বছরের মধ্যে ২০১৬ অক্টোবরের পর থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গদের মধ্যে ৭,৫০০০০ কে মায়ানমারে ফেরত পাঠানো হবে। মায়ানমারের সঙ্গে এক চুক্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামি সপ্তাহ থেকেই শুরু হবে এই কাজ। বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ‘নোম্যান্সল্যান্ড’- এ বাস করছেন শতাধিক রোহিঙ্গা। প্রথমেই ফেরত পাঠান হবে এঁদের। এর প্রতিবাদে ঢাকায় পথে নামলেন কয়েক হাজার রোহিঙ্গা। রীতিমত ব্যানার নিয়ে, স্লোগান দিয়ে প্রতিবাদ করেন তাঁরা। তাঁদের দাবি, তাঁদের ফেরত পাঠানোর আগে নাগরিকত্ব ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে মায়ানমার সরকারকে। মূলত বাংলাদেশের কক্সবাজার এলাকাতেই গাদাগাদি করে থাকছে হাজারখানেক রোহিঙ্গা পরিবার। অস্বচ্ছ পরিবেশ হওয়া সত্তে্ও এখানেই থাকতে রাজি তাঁরা। দেশে ফেরত যেতে চান না কেউই। এদিকে, ইউএন সহ অন্য়ান্য় সংগঠনগুলির বক্তব্য়, জোর করে রোহিঙ্গদের ফেরত পাঠান অনৈতিক। যাঁরা ফেরত যেতে রাজি, শুধু তাদেরই পাঠান উচিত। মায়ানমার সরকারের তরফে জানান হয়েছে রোহিঙ্গাদের থাকার জন্য অস্থায়ী ক্যাম্প বানান হয়েছে। কিন্তু এই অস্থায়ী ঠিকানায় ফেরত যেতে ভরসা পাচ্ছেন না রোহিঙ্গরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan