নিজস্ব প্রতিনিধি :
আগামি সপ্তাহ থেকে রোহিঙ্গদের মায়ানমারে ফেরত পাঠান শুরু করবে বাংলাদেশ সরকার। এরমধ্যে রোহিঙ্গা পরিবারদের আরও আর্থিক সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাল বিশ্ব ব্যাঙ্ক।কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে একথা জানান বিশ্বব্যাঙ্কের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন। শনিবার, এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের প্রসংসা করে তারা জানিয়েছে, রোহিঙ্গদের যেভাবে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে, তা প্রসংসনীয়। তবে কাঠ ও প্লাস্টিক দিয়ে শিবির তৈরি হওয়ায় পরিবেশের ওপর প্রভাব পড়ছে। বর্ষাকালে এই অঞ্চলে রোগের জন্ম নিতে পারে বলেও দাবি করেছে সংস্থাটি। পাশাপাশি,রোহিঙ্গাদের স্বাস্থ্য ও খাদ্য বিতরণ সেন্টার, শিশু সেন্টার পরিদর্শন করেন সংস্থার প্রতিনিধিরা। রোহিঙ্গাদের উন্নয়নে তাদের সহযোগিতার প্রতিশ্রুতি দেন অ্যানেট। তিনি বলেন, বহু স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে; কিন্তু রোহিঙ্গাদের জন্য আরও বেশি করে সহযোগিতা প্রয়োজন। সরকার যদি সহযোগিতা চায়, তাহলে বিশ্বব্যাঙ্ক অর্থায়নের ব্যবস্থা করবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan