নিজস্ব সংবাদদাতা :
মায়ানমারের হাতে ১৬৭৩টি পরিবারের ৮ হাজার ৩২ জন রোহিঙ্গার তালিকা তুলে দিল বাংলাদেশ। শুক্রবার দু’দেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই তালিকা তুলে দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রাথমিক প্রক্রিয়া এরপরই শুরু হবে বলে জানা গিয়েছে। আগামি ২০ ফেব্রুয়ারি মায়ানমারে ফের বৈঠক করবেন দু’দেশের প্রতিনিধিরা। সেখানেই মায়ানমার জানাবে তারা কীভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে। প্রাথমিক লিস্টে মায়ানমার ও বাংলাদেশের ‘নো ম্যানস ল্যান্ডে’ বসবাসকারী রোহিঙ্গাদের আগে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে মায়ানমার। বাংলাদেশে পালিয়ে আসা প্রায় ১১ লক্ষ রোহিঙ্গার তালিকা তৈরি করেছে সরকার। ধাপে ধাপে এঁদেরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan