প্রসেনজিৎ ধর :
রিষড়াকাণ্ডেও ভেসে উঠছে তৃণমূলের ভেতরের কোন্দল। তৃণমূল পার্টি অফিসে কানাঘুষো, দলের দুই প্রভাবশালী নেতার দ্বন্দ্বের ফলেই শাহিদের ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অভিযোগকারি তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল শাহিদের। সম্পর্কের ভাঙনই এই কাণ্ডের মূলে বলে মনে করছেন অনেকে। তবে উদ্ধত শাহিদের বিরুদ্ধে প্রথমেই মুখ খুলতে চায়নি ওই তরুণী। একে কলেজ সংসদের সম্পাদক তার ওপর বাবা জাহিদ খান উপ পৌরপ্রধান। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। শাহিদকে সেজন্য কেউই ঘাঁটাত না বলে ফিসফিস দলের অন্দরেই। জানা যাচ্ছে, জাহিদ খানেরই ঘোর বিরোধী এক তৃণমূল নেতার সাহায্যেই অবশেষে মুখ খোলেন ওই তরুণী। এদিকে, অভিযোগ দায়ের করার পর শুক্রবার আত্মসমর্পণ করে শাহিদ। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan