ঈষানিকা ভোরাই :
কোনও রুট বন্ধ করার ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিল পূর্ব রেল। রাজ্যের আটটি অলাভজনক রেল রুট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে রাজ্যকে চিঠি দেওয়ার খবর প্রকাশ হতেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সন্ধ্যায় এই সিদ্ধান্ত ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে কড়া আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই বিষয়টি পরিস্কার করতে আসরে নামে রেল। পূর্ব রেলের পক্ষ থেকে তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় তারা কোনও রুট বন্ধ করছে না। সেই এখতিয়ারও তাদের নেই। রুট চালু বা বন্ধের সিদ্ধান্ত নেয় রেলমন্ত্রক। মুখ্যসচিবকে পাঠানো চিঠির বিষয়ে তাদের যুক্তি, এটি একটি রুটিন প্রক্রিয়া। সংসদের পাব্লিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট অনুযায়ী প্রত্যেক রাজ্যের কাছে এ ধরণের সুপারিশ পাঠানো হয়। আগেও পাঠানো হয়েছে। তবে রুট বন্ধ করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তাদের দাবি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan