নিজস্ব সংবাদদাতা
জাতের আধারে সংরক্ষণ আর নয়। এবার থেকে সংরক্ষণ হবে আর্থিক ও সামাজিক ক্ষমতার আধারে। মানে জাঠ সম্প্রদায় যে দাবিতে আন্দোলন করছিলেন তাকেই মান্যতা দিল কেন্দ্র সরকার। বৃহস্পতিবার ন্যাশনাল কমিশন ফর সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিএসএবিসি-কে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেইসঙ্গে ভেঙে দেওয়া হয় ন্যাশানাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিবিসি-কে। জাতের আধারে সংরক্ষণের ফলে অযাচিতভাবে সুবিধা পাচ্ছে বহু অযোগ্য ব্যক্তি, এই অভিযোগ উঠছিল বহুদিন ধরেই। এই সিদ্ধান্তের পর তাদের দাবি পূরণ হল বলেই মনে করা হচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan