অভিজিৎ দাঁ :
তঁার বিরুদ্ধে মিনার্ভা কোচকে ফোন করে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল।
মুখ খুলছিলেন না। ইস্টবেঙ্গল গোলকিপার কোচ আবদুল সিদ্দিকি বলেন,
‘রঞ্জিত অভিযোগ করতে পারলে আমরাও অনেক কথা বলতে পারি। কলকাতায় মিনার্ভার বিরুদ্ধে হোম ম্যাচের আগেরদিন রাতে গুরবিন্দার সিংকে টিম হোটেলে ডেকেছিলেন রঞ্জিত। এটা আমাকে খোগেন ফোন করে বলে। তারপর গুরবিন্দারকে জিজ্ঞেস করতে, ও সে কথা স্বীকারও করে। সে কারণেই গুরবিন্দারকে মিনার্ভা ম্যাচে প্রথম একাদশে রাখা হয়নি।’
কেন তিনি ফোন করেছিলেন, তা পরিস্কার করে দেন সিদ্দিকি। বলেন, ‘আমি এখনও চ্যালেঞ্জ করছি। সুপার কাপের পরই খোগেনকে ছেড়ে দেবে মিনার্ভা। কারণ, খোগেনের প্রো–লাইসেন্স নেই। মিনার্ভা এএফসি কাপ খেলবে। এএফসি খেলতে গেলে প্রো লাইসেন্স দরকার। আবারও বলছি, খোগেনকে মিনার্ভা রাখবে না। ওর সঙ্গে খুব ভাল সম্পর্ক। লিখে রাখুন থাকবে না কোচ। তাহলে আমি ভুল কথা কী বলেছি। যেটা সত্যি তাই বলেছি। খোগেন আমার থেকে দু’বছর পরে ‘এ’ লাইসেন্স করেছে। এ নিয়েই আমরা কথা বলেছিলাম।’ খোগেন যাই বলুন না কেন, ফেডারেশন সচিব কুশল দাস বলেন, ‘বিষয়টা ইন্টিগ্রিটি অফিসার জাভেদ সিরাজ দেখছেন। যা সিদ্ধান্ত উনি নেবেন।’ ফেডারেশন ইতিমধ্যেই অভিযোগ খতিেয় দেখার দায়িত্ব দিয়েছে সিবিআইকে। দুই প্রধাানের কর্তারা এত বছর ধরে ক্লাব চালাচ্ছেন। এত কঁাচা কাজ করবেন কী করে। অভিযোগ সত্যি প্রমাণিত না হলে রঞ্জিতেরও শাস্তি পাওয়া উচিত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan