চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
রাজ্যে নিয়োগ দুর্নীতিতে একের পর এক নেতা-মন্ত্রীর যোগ সূত্র পাওয়া যাচ্ছে। তাতে এবার টলিউড ছেড়ে বলিউডে যোগসূত্র। চাকরি বিক্রির ‘এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে অভিনয় করতে পর্যন্ত দেখা গিয়েছে একাধিক মিউজিক ভিডিওতে। যাকে হুগলির (Hooghly) আরামবাগের বাসিন্দারা ‘মহারাজ’ নামেই চেনেন।
আসল নাম শাহিদ ইমাম। এমনকি রাখি সাবন্তের সঙ্গেও একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। পেশায় প্রাথমিক শিক্ষক হওয়া সত্ত্বেও টলিউড থেকে বলিউডে কাজ করার বিশেষ উৎসাহ ছিল তার।
বছর কয়েক ধরে মুম্বইতে যাতায়াতও বাড়িয়ে রেখেছেন তিনি। নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) তদন্ত করতে গিয়ে এজেন্ট হিসেবে যাদের নাম সামনে এসেছে, তাদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। শুক্রবার তাদের জিজ্ঞাসাবাদের পর মোট ৬ জনকে গ্রেফতারও করা হয়েছে, আর সেই ৬ জনের মধ্যেই রয়েছেন আরামবাগের শাহিদ ইমাম, বর্তমানে তিনি সিবিআই হেফাজতে।
এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবেও পরিচিতি রয়েছে শাহিদ ইমামের। বছর কয়েক আগে হাওড়ার এক প্রাথমিক স্কুলে চাকরি পান তিনি, শিক্ষকতার করার পাশাপাশি অভিনয়েও তার উৎসাহ ছিল প্রবল। বাংলা ও হিন্দি, দুই ভাষাতেই একাধিক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি।
‘সোনা বন্ধু’ নামে এক মিউজিক ভিডিওতে টলি অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। এছাড়া ‘সুইটি সুইটি’ , ‘খালি কা টেনশন’ নামে দুটি মিউজিক ভিডিও রয়েছে তার। তবে মিউজিক ভিডিয়োগুলিতে তার আসল নাম ব্যবহার করেননি শাহিদ।
শুভম নামে মিউজিক ভিডিয়োয় অংশ নিয়েছেন তিনি। বছর খানেক আগে ‘খালি কা টেনশন’ মিউজিক ভিডিয়োয় রাখী সাবন্তের সঙ্গেও দেখা গিয়েছে তাকে। ভিডিও প্রকাশের আগে সংবাদমাধ্যমের সামনে এসে তিনি নিজেই জানিয়েছিলেন রাখী সাবন্তের সঙ্গে অভিনয় অভিজ্ঞতার কথা। তিনি আরোও জানিয়েছিলেন, এক মাস ধরে মুম্বই থেকে ওই ভিডিও কাজ করেছিলেন তিনি।
প্রতিবেশীরা জানান, সম্প্রতি বেশিরভাগ সময়ই মুম্বইতে থাকতেন শাহিদ ইমাম। সেখানে তার ফ্ল্যাট রয়েছে বলেও জানা যায়। তবে তার গ্রেফতারির খবরে অবাক হয়েছেন অনেকেই। পেশায় শিক্ষক, অভিনেতা ‘মহারাজে’র বিরুদ্ধে এমন অভিযোগের কথা জানা ছিল না অনেকেরই। শুধু এখানেই শেষ নয়, একসময় তিনি হুগলি জেলা তৃণমূলের যুব সাধারণ সম্পাদকও ছিলেন ।