চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
রাজ্যের একের পর এক দুর্নীতি নিয়ে যখন সরগরম বাংলার রাজনীতি, তাতে দেখা মিললো এক ভিন্ন চিত্র। যিনি পেশায় রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক, আবার প্রত্যক্ষ ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত, আবারও তিনি রাজ্যের শাসক দলের একজন মুখপাত্র, এবার তিনি শিরোনামে এসেছেন অন্য একটি কারণে।
তিনি আর কেউ নয়, তিনি হলেন অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই যেখানে দু চাকা বা চার চাকা গাড়িতে করে কর্মসূচীতে যাওয়ার কথা সেখানে দেখা মিললো ভিন্ন চিত্র। কিন্তু তিনি সে সবের ধার ধরেন না। তার সওয়ারি এক ও একমাত্র সাইকেল। বাড়ি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে দলীয় কর্মসূচীতে এলেন সেই সাইকেল চেপে।
ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল l দ্রব্যমুল্য বৃদ্ধি থেকে রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একই সুরে দেখা মিললো প্রদীপ্তকে ।
আগেও কেন্দ্রের বঞ্চনা নিয়ে দিল্লিতে ও সরব হতে দেখা গিয়েছে, তৃণমূল সাংসদদের। এবার দিল্লির নরেন্দ্র মোদী সরকারের মুল্য বৃদ্ধি ও রাজ্যের একাধিক প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সাইকেল নিয়ে রাস্তায় নামলেন প্রদীপ্ত।
তিনি জানান, “মোদী সরকারের ‘আত্মনির্ভর ভারত’ -এর পরিবর্তে ‘সাইকেল নির্ভর’ হয়ে যাচ্ছে বাংলা। কেন্দ্রীয় সরকার আমাদের দেখবে না, কেন্দ্রীয় সরকার আদানী-আম্বানি ও উচ্চ ধনীদের দেখবেন। কিন্তু এই রাজ্য সরকার মানুষের কথা ভাবে, মানুষের সমস্যা বোঝে ও বাংলার মানুষকে সাহায্যও করে। খেটে খাওয়া মানুষের কাছে ভাত পৌঁছে দিচ্ছে মমতা সরকার।”
এর পাশাপাশি জোসি মঠের অবস্থাকে সামনে এনে পরিবেশ নিয়ে কেন্দ্রীয় উদাসীনতার প্রতিবাদও জানালেন সাইকেলের মাধ্যমে। আর এবার থেকে যাতায়াতের জন্যে প্রতিবাদ হিসাবে এই সাইকেলকেই হাতিয়ার বানাতে চান তিনি। সাইকেল নিয়ে প্রতিবাদে নতুন পদক্ষেপ আনলো অধ্যাপক, মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়।