Breaking News
Home / TRENDING / কয়েক সেকেন্ডের নয়, টানা তিন মিনিটের টিজার ‘পুষ্পা: দ্য রুল’

কয়েক সেকেন্ডের নয়, টানা তিন মিনিটের টিজার ‘পুষ্পা: দ্য রুল’

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেস্ক-

রাতারাতি জাতীয় স্তরে অন্যতম জনপ্রিয় তারকার খেতাব অর্জন করেছিলেন অল্লু অর্জুন। ২০২১ সালের আগে মূলত দক্ষিণী তারকা হিসাবেই পরিচিত ছিলেন তিনি। তারাপর প্রেক্ষাগৃহে মুক্তি পায় দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১-এর অক্টোবর মাসের পর থেকে পাল্টে যায় চিত্র। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অল্লু অর্জুন। এই ছবির হাত ধরেই সর্বভারতীয় পরিচিতি পান অল্লু।

অতিমারি ও লকডাউনের জেরে রুগ্ন বক্স অফিসকে কিছুটা হলেও চাঙ্গা করতে সক্ষম হয়েছিল এই ছবি।মুক্তির পর সমালোচকদের তরফে মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে ঝড় তোলে দক্ষিণী পরিচালক সুকুমারের ছবি। দেশের বক্স অফিসে সাড়ে তিনশো কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সাফল্যের পর ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’ তৈরি করছেন পরিচালক সুকুমার। সেই ছবি নিয়েও দর্শক ও অনুরাগীদের উৎসাহ তুঙ্গে।

ছবির টিজ়ার মুক্তি নিয়েও জল্পনা এখন তুঙ্গে। দিন কয়েক আগে জানা গিয়েছিল, আগামী এপ্রিল মাসেই মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির টিজ়ার। এ বার খবর, কয়েক সেকেন্ডের ঝলক নয়, টানা তিন মিনিটের টিজ়ার মুক্তি পেতে চলেছে এপ্রিল মাসে।
গত বছরের শেষ দিক থেকেই শুরু হয়ে গিয়েছে সিক্যুয়েলের কাজ। শুটিংয়ের জন্য বিশাখাপত্তনমে দেখা গিয়েছে খোদ অল্লু অর্জুনকে।

৮ এপ্রিল অল্লু অর্জুনের জন্মদিন। তারকার জন্মদিনেই ‘পুষ্পা: দ্য রুল’ ছবির প্রথম ঝলক প্রকাশের পরিকল্পনা করেছেন ছবির নির্মাতারা। তবে প্রথা মেনে কয়েক সেকেন্ডের প্রচার ঝলক নয়, দীর্ঘ তিন মিনিটের টিজ়ার মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। এই গুঞ্জন প্রকাশ্যে আসার পরেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বক্স অফিসে নজির গড়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি। আরও বড় মাপে ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি ‘পুষ্পা: দ্য রুল’ তৈরি করতে চান নির্মাতারা।

Spread the love

Check Also

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

আগামী সপ্তাহে শতাধিক ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: উন্নত পরিষেবা পেতে চলেছে পূর্ব রেল হাওড়া-বর্ধমান কর্ড শাখায়, আর তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *