নিজস্ব প্রতিনিধি:
দীপিকা পাড়ুকোনের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে দিলেন রণবীর সিং। বলিউডের হার্টথ্রব রণবীর বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন দীপিকাকে। বলিউড-সুন্দরী বিন্দুমাত্র রাজি নন। ৩১ বছর বয়সি দীপিকা বলেছেন, এখনই বিয়ে করে কেরিয়ার নষ্ট করতে চাই না।
একথা শুনতে নারাজ রণবীর সিং। তাঁর কানে এসেছে দীপিকা এখন টেনিস নক্ষত্র জোকোভিচ ছাড়াও আর এক হলিউড অভিনেতার সঙ্গেও ডেট করছেন। তাই বিয়ে করে নিতে চাইছিলেন। দীপিকা বাদ সাধতে তা আর হল না। তবে রণবীরও কমতি যান না। দীপিকা পিছন ফিরতেই আর একজনের ডেট করতে শুরু করেছেন। তিনি যে কে! সেটা এখনও জানা যায়নি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন