চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স,
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন মঞ্চে চাঁদের হাট বসে। অমিতাভ বচ্চন, শারুখ খান থেকে শুরু করে একগুচ্ছ তারকাকে দেখা গিয়েছে চলচ্চিত্র উৎসবের মঞ্চে। এবারের ফিল্ম ফেস্টিভ্যালে সালমান খানের উপস্থিত থাকা নিয়ে একটা জল্পনা চলছিল। এবার তাতেই সিলমোহর পড়ল। চলচ্চিত্র উৎসবে আসছেন সালমান খান। নবান্ন সূত্রে খবর, সোমবারই সালমান জানিয়েছেন তাঁর আসার খবর।
কয়েকমাস আগে কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন সালমান খান। সেই সময় তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও গিয়েছিলেন। জানা গিয়েছে, তখনই মুখ্যমন্ত্রী তাঁকে আমন্ত্রণ জানান। এরপর সোমবার সালমান খান জানিয়েছেন তিনি চলচ্চিত্র উৎসবের মঞ্চে উপস্থিত থাকবেন।
মুম্বাই সফরে গিয়ে আগেই অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকে ফিল্ম ফেস্টিভ্যালে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা ব্যানার্জি। তাঁদের উপস্থিত থাকার কথা। এদিকে শারুখ খানও গত কয়েক বছর ধরে আসছেন। এবারেও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। অমিতাভ বচ্চন, শারুখ খানের পাশাপশি এবারের সালমান খানকেও এক মঞ্চে দেখা যাবে। যা নিয়ে ইতিমধ্যেও শহরের সিনে প্রেমীরা বেশ উত্তেজিত।