নীল বণিক
পঞ্চায়েত ভোটের আগে সারা রাজ্যজুড়ে রামনবমীর মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। কলকাতা সহ গোটা রাজ্যেই রামনবমীর মিছিল হবে বলে জানিয়েছেন বিশ্বহিন্দু পরিষদের ক্ষেত্রীয় সম্পাদক শচীন্দ্র নাথ সিংহ। তিনি বলেন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের ১২০০ টি শাখাতেই রামনবমীর মিছিল হবে। তাছাড়া রামনবমীর অনুষ্ঠান উত্তরবঙ্গের ৫৫০ টি শাখাতেও পালন করবে সংগঠন। রাজ্যজুড়ে এতগুলি শাখাতে একদিনে মিছিল করা সম্ভব নয়। তাই পুরো মার্চ মাস জুড়ে রাজ্যের বিভিন্ন জেলায় বিশ্বহিন্দু পরিষদের নেতারা। এদিকে, রামনবমীর মিছিল শুরু হওয়ার সময়, হিন্দু সংগঠনের নেতারা পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন। পুলিশকে বলা হবে কোন রাস্তা দিয়ে মিছিল বের হবে, কতজন সদস্য মিছিলে পা মেলাবেন এইসব তথ্য। শান্তিতে রামনবমীর মিছিল করার জন্য রাজ্য সরকারকেই সবরকম সহযোগিতা করা হবে বলেই জানান শচীন্দ্র নাথ সিংহ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan