নিজস্ব সংবাদদাতা :
মুকুল রায়ের আশ্বাসেই অনশন প্রত্যাহার করলেন মালদার প্রাইমারী স্কুলের চাকরি প্রার্থীরা। তাঁরা প্রত্যেকেই ২০০৯– ১০ সালে প্রাইমেরি স্কুলের চাকরীর পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু এতদিনেও সেই পরীক্ষার ফলাফল বার করা সম্ভব হয়নি। দূর্নীতির অভিযোগ এনে তারপরেই মালদার প্রায় হাজার দুয়েক পরীক্ষার্থী আন্দোলনে নামেন। চলতি মাসে মুখ্যমন্ত্রীর মালদা সফরের আগের দিন তাঁরা অনশনে বসেন।
টানা পঁচিশ দিন ধরে ফল প্রকাশের দাবিতে আন্দোলন করেন পরীক্ষার্থীরা। বুধবার অনশনরত চাকরীপ্রার্থীদের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি অনশনকারিদের বোঝান, অনশন করে নয় লড়াই করে অধিকার পেতে হবে। তারপরেই মুকুল রায়ের আইনি সাহায্যের আশ্বাসে ওঠে অনশন। বিজেপি নেতা মুকুল রায় পরীক্ষার্থীদের শরবত খাইয়ে অনশন ভাঙান।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan