চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তৃণমূলে যোগ দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের মা বলে সম্বোধন করে বিজেপি-কে আক্রমণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রবিবার ত্রিপুরার জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেন তিনি। নয় মাস পর তৃণমূলে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন রাজীব। তাঁকে গোটা ভারতের মা বলে সম্বোধন করলেন প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, “অভিমানে ভুল করেছিলাম। রাগের বশে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় অভিষেক আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমি শুনিনি। আমাকে ভুল বোঝানো হয়েছিল। যেদিন বুঝতে পেরেছি, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। আজকে আমি লজ্জিত, অনুতপ্ত।” তিনি আরও বলেন, “বিজেপি সব সময় বিদ্বেষ মূলক কথা বলে। আমি বারবার বলেছি, ব্যক্তিগত আক্রমণ কোনওদিন বাংলার মানুষ ভালভাবে নেবে না। এই রাজনীতিতে বাংলার মানুষ মানবেন না।”
রাজীবের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় দেবী, গোটা ভারতের মা।” এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ‘যুব আইকন’ বলে সম্বোধন করেন রাজীব। বলেন, “অভিষেকই একদিন নেতৃত্ব দেবে ভারতে।” রাজীব বন্দ্যোপাধ্যায় শুক্রবারই পৌঁছে গিয়েছিলেন আগরতলায়। তবে প্রকাশ্যে আসেননি। দেখাও যায়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছিল, রবিবার আগরতলার সভাতেই তৃণমূলে যোগ দেবেন প্রাক্তন মন্ত্রী। কারণ হিসেবে জানা গিয়েছিল, যেহেতু ত্রিপুরার গত বিধানসভা ভোটেও রাজীব তৃণমূলের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাই আগরতলার মাটিতেই তিনি অভিষেকের হাত ধরে ফের তৃণমূলে ফিরতে চান। সেই অভিষেকের হাত ধরেই তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ রাজীবের।