চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আজই কি তৃণমূলে যোগ দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়? আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় সেই প্রশ্ন উঠছে। শনিবার আগরতলায় হাজির হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি-তে থাকলেও নিষ্ক্রিয় রয়েছেন দীর্ঘদিন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আর রাজীবকে দেখা যায়নি গেরুয়া শিবিরের কোনও আন্দোলনে। এমনকি সোশ্যাল মিডিয়ায় রাজীবের সমস্ত প্রোফাইল থেকে উধাও পদ্ম ফুলের প্রতীক। তৃণমূলে ফেরার চেষ্টা চালিয়েছেন মরিয়া হয়ে। কখনও কুণাল ঘোষ, কখনও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছুটেছেন দরবার করতে।
এতদিন সবুজ সঙ্কেত না মেলায় চুপ ছিলেন রাজীব। সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্বের থেকে সবুজ সঙ্কেত পেয়েই শনিবার ত্রিপুরা এসেছে রাজীব। তাঁকে ত্রিপুরায় অভিষেক বন্দোপাধ্যায়ের সভায় আসতে বলা হয়েছে দলের পক্ষে। ত্রিপুরায় হাজির থাকা প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে রাজীব জানিয়েছেন, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে আগরতলায় এসেছেন তিনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দেরিতে হলেও সব্যসাচী দত্তর মতো ফিরিয়ে নেওয়া হবে রাজীবকে।