চ্যানেল হিন্দুস্তান,বিনোদন ডেস্ক-
যেই অপেক্ষায় গোটা বিশ্ব তাকিয়ে ছিল সেই অপেক্ষার অবসান। সোমবার এসএস রাজামৌলির RRR ছবি থেকে ‘ নাতু নাটু ‘ সেরা মৌলিক গানের(Best original song) জন্য অস্কার জিতে। যা ভারতীয় চলচ্চিত্র প্রথম ইতিহাস তৈরি করেছে। দুই দশকেরও বেশি সময়ের মধ্যে RRR হল প্রথম ভারতীয় চলচ্চিত্র যা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। ‘ নাতু নাটু ‘ অস্কারে মনোনীত হওয়া প্রথম ভারতীয় গান।এম এম কিরাভানি দ্বারা রচিত, এই গান টি একাডেমি পুরস্কারেও পরিবেশিত হয়েছিল।
গানটিকে “ভারতের গর্ব” হিসাবে বর্ণনা করা হয় এবং “নমস্তে” দিয়ে অস্কার অভিবাদন জানিয়ে কিরাভানি একটি বাদ্যযন্ত্রে পুরস্কারটি গ্রহণ করেন।
'Naatu Naatu' from 'RRR' wins the Oscar for Best Original Song! #Oscars #Oscars95 pic.twitter.com/tLDCh6zwmn
— The Academy (@TheAcademy) March 13, 2023
রাজামৌলির জানান “আমার মনে একটাই ইচ্ছা ছিল এবং আমার পরিবারেরও তাই ছিল। আরআরআরকে জিততেই হবে। এবং এটি আমাকে বিশ্বের শীর্ষে রাখতে হবে!”
গানটি অস্কার মঞ্চে গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব দ্বারা লাইভ পরিবেশন করা হয়, এবং একটি নৃত্যদল সেই গানের সাথে পা মেলায়।