নেহা চক্রবর্তী :
মনঃসংযোগ বাড়াতে যোগব্যাম ও স্বাস্থ্যের জন্য প্রোটিনযুক্ত খাবার দেওয়া হবে রেলচালকদের। এক এর পর এক নানা বিতর্কে জর্জরিত রেল। ঘন ঘন রেল দুর্ঘটনা, নষ্ট হয়ে যাওয়া খাবার পরিবেশন ইত্যাদি। তাই এবার একটি নতুন উদ্যোগ নিল রেল। রেল সূত্রে খবর, অধিকাংশ ক্ষেত্রে চালকের গাফিলতি বা অসতর্কতায় দুর্ঘটনার কবলে পড়ছে ট্রেন। প্রাণ যাচ্ছে নিরীহ যাত্রীদের। তাই এবার ট্রেনের চালকদের মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা রাখতেই এই উদ্যোগ। ঠিক হয়েছে, ডিউটিতে যোগ দেওয়ার আগে রানিং রুমের লবিতে চালকের প্রোটিনযুক্ত খাবার দেওয়া হবে। শুধু তাই নয়, মনসংযোগ বাড়ানোর জন্য চালকদের যোগাভ্যাসের উপর জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল।রেলে যাত্রীদের সুরক্ষা বাড়াতে অন্যরকম পদক্ষেপ নিল রেল। চালকের অসতর্কতায় যেকোনও সময়ে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। সুতরাং, চালকদের মানসিক ও শারীরিক চাঙ্গা রাখাটা অত্যন্ত জরুরি। তাই এবার কর্তব্যরত অবস্থায় চালকদের প্রোটিনযুক্ত খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল। জানা গিয়েছে, আমিষ ও নিরামিষাশি চালকদের জন্য ডায়েটেশিয়ানের পরামর্শে তৈরি করা হচ্ছে আলাদা ডায়েট চার্ট। ডিউটিতে যোগ দেওয়ার আগে রানিং রুমের লবি বা বিশ্রামাগারে সেই ডায়েট চার্ট মেনে চালকদের প্রোটিনযুক্ত খাবার দেওয়া হবে। শুধু তাই নয়, মনসংযোগ বাড়ানোর জন্য চালকদের যোগাভ্যাস করানোর ব্যবস্থা করছে রেল। বস্তুত, বিলাসপুর-সহ রেলের বেশ কয়েকটি জোনে এই নয়া পরিকল্পনা রূপায়ণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news