নিজস্ব সংবাদদাতা :
ইস্টবেঙ্গল স্ট্রাইকার চার্লসের বিদায় আসন্ন, সেটা আমরা সকলেই প্রায় মোটামুটি জেনে গিয়েছি। কিন্তু বড় প্রশ্ন চার্লসের বদলি কে? লাল–হলুদ তঁাবুতে কান পাতলে শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের ক্লাবে খেলা নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটনের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। তিনিই হতে পারেন চার্লসের বদলি। বাংলাদেশের ক্লাব শেখ জামাল ধানমন্ডিতে খেলেছেন এই এমেকা। সনি নর্ডির বন্ধু। এমেকা ইস্টবেঙ্গলে সই করলে বাংলার ফুটবলপ্রেমীরা সনি বনাম এমেকা দ্বৈরথের উত্তাপ নিতে পারবেন।
এমেকা বাংলাদেশ লিগে ছন্দে ছিলেন ভালই। ডাফির সঙ্গে ইস্টবেঙ্গলের কথা হলেও তিনি কলকাতায আসতে রাজি নয়। অ্যান্টনি উলফকে কর্তাদের একাংশের পছন্দ নয়। তাই এগিয়ে এমেকা।