এবার আর রোবট নয়, অবিকল মনুষ্যকণ্ঠে কথা বলবে গুগল-এর ভয়েস অ্যাসিসট্যান্ট। সেই উদ্দেশ্যে নতুন টেক্সট-টু-স্পিচ সিস্টেম ট্যাকোট্রন-২কে কাজে লাগাচ্ছে সংস্থা। ট্যাকোট্রন-২-এর কর্মদক্ষ্যতা প্রদর্শন করতে নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে গুগল। জানা গিয়েছে, উচ্চারণ করা কঠিন এমন নাম বা শব্দ বলতেও দক্ষ্য নতুন ভয়েস অ্যাসিসট্যান্ট। তা ছাড়া, বাক্যের গঠন অনুযায়ী কণ্ঠস্বর পরিবর্তন করতেও সে সক্ষম। শুধু তাই নয়, শব্দ বিশেষে যথোপযুক্ত উচ্চারণে জোর দিতেও সে জানে। সম্প্রতি “নেচারাল টিটিএস সিনথেসিসি বাই কন্ডিসনিং অয়েভনেট অন মিল স্পেকট্রগ্রাম প্রিডিক্টর প্রিডিকসন্স” শীর্ষক এক গবেষণাপত্রে গুগল-এর তরফে জানানো হয়েছে, ‘এই সিস্টেম আসলে এক সিকোয়েন্স-টু-সিকোয়েন্স ফিচার প্রেডিকশন নেটওয়ার্ক, যা মেল-স্কেল স্পেকটোগ্রামে ক্যারেক্টার এমবেডিংস-কে ম্যাপ করতে সক্ষম। পাশাপাশি, একটি পরিমার্জিত অয়েভনেট মডেলকে ভিওকডার হিসেবে ব্যবহার করে স্পেক্টোগ্রাম থেকে টাইম-ডোমেইন ওয়েভফর্মগুলিকে সিন্থেসাইজ করার চেষ্টা চলছে।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan