মধুকল্পিতা চৌধুরী
গুজরাতে রাহুল গান্ধির ওপর হামলার আঁচ এবার সংসদে পৌঁছল। মঙ্গলবার, লোকসভার বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ দাবি করেন, ‘‘ রাহুলের জন্য সেদিন বিশাল সংখ্যার নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। তবে, রাহুল সেই নিরাপত্তা নিতে অস্বীকার করেন। এমনকি পুলিশের তরফে দেওয়া গাড়ি নিতেও অস্বীকার করেন তিনি।’’ এখানেই শেষ নয়, এদিনের বিবৃতিতে রাজানাথ সিংহ আরও জানান, ‘‘ শেষ দুই বছরে রাহুল গান্ধী মোট ৬ বার ৭২ দিনের জন্য বিদেশ ভ্রমণে গিয়েছেন। কিন্তু কোনওবারই তিনি এসপিজি সুরক্ষা নেননি।’’ রাজনাথ সিংহের বিবৃতির পর থেমে থাকেনি কংগ্রেস নেতৃত্ব। পাল্টা কংগ্রেস নেতৃত্ব দাবি করেন, গুজরাতে পাথরের ঘায়ে সেদিন রাহুলের মৃত্যু পর্যন্ত হতে পারত। যদিও কংগ্রেসের এই বক্তব্য কোনওভাবেই স্বরাষ্ট্রমন্ত্রীর কথার উত্তর নয়। বরং কংগ্রেসের এই বক্তব্যে সরকার পক্ষের প্রশ্নই আরও জোরদার হচ্ছে বলে মনে করছে বিজেপি। তাঁদের বক্তব্য, কোন যুক্তিতে রাহুল নিরাপত্তা এড়িয়ে যাচ্ছেন তা আগে পরিস্কার করুক কংগ্রেস। লোকসভায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে ও বাকিদের উদ্বেগের ভিত্তিতে পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, ‘‘ এই সভা এমনকি এই দেশও জানতে চায়, দেশের বাইরে গেলে কেন এসপিজি নিরাপত্তা নিতে চাননা রাহুল গান্ধী? নিরাপত্তা না নিয়ে কী আড়াল করতে চান রাহুল!’’ উল্লেখ্য, কয়েকদিন আগেই গুজরাতে বন্যা পরিস্থিতি দেখতে যান রাহুল গান্ধী। সেখানে রাহুল গান্ধীর গাড়িতে পাথর ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে আঙুল তোলেন রাহুল। এরপরেই শুরু হয় রাজনৈতিক টানাপোড়েন। শাসকদলকে কোণঠাসা করতে ময়দানে নেমে পড়েন কংগ্রেস নেতৃত্ব। রাহুলের ওপর হামলা মোদি সরকার ও আরএসএসের চক্রান্ত বলে কটাক্ষ করে কংগ্রেস নেতৃত্ব। তবে, প্রথম থেকেই সেই দাবি খারিজ করে বিজেপি নেতৃত্ব জানান, কোনওরকম সুরক্ষা ছাড়াই সেদিন গুজরাতে যান রাহুল গান্ধী। এদিন লোকসভায় দাঁড়িয়েও একই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন