নিজস্ব সংবাদদাতা
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাহরিন সফরকে “ব্যর্থ নেতার শেষ অবলম্বন” আখ্যা দিল বিজেপি। বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, ‘ভারতে রাহুল গান্ধির রাজনৈতিক জীবন বিপন্ন, তিনি বিদেশে যাচ্ছেন এবং ভারতের নিন্দা করছেন, তাঁর এই সফর ব্যর্থ নেতার শেষ অবলম্বন।” শুভ্রমণিয়ম স্বামী বলেন “রাহুলের এই সফর কোনও রাজনৈতিক সফর নয়, সম্ভবত অর্থ পাচার করার একটি ষড়যন্ত্র। আজকাল দুবাইতে কড়া নজরদারি থাকায় আনেকেই বাহরিন যাচ্ছেন। তিনি যদি শুধুই দেশের কথা ভাবতেন তবে বিদেশ যেতেন না”। এদিকে, বাহরিনের সফরকালে কংগ্রেস প্রধান বাহরিনের রাজা সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে দেখাও করেন। এরপর তিনি আল-ওয়াদি প্যালেসে প্রিন্স শেখ খালিদ বিন হামাদ আল খলিফার সঙ্গে দেখা করেন এবং তাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর লেখা বই উপহার দেন। বাহরিনের অনাবাসী ভারতীয়দের একটি সমাবেশে রাহুল গান্ধী বক্তৃতাও দিয়েছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan