Home / TRENDING / বদলাচ্ছে ভারত, বলছেন মোদি

বদলাচ্ছে ভারত, বলছেন মোদি

নিজস্ব সংবাদদাতা

 

ভারত বদলে যাচ্ছে এবং এগিয়ে চলছে কারণ বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং মুডির মতো সংস্থারা ভারতের দিকে ইতিবাচক দৃষ্টি দিয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদী। সম্প্রতি প্রবাসী ভারতীয় কেন্দ্রের প্রথম ভারতীয় বংশোদ্ভূত (পিআইও) সংসদীয় সন্মেলনে এসে প্রধানমন্ত্রী মোদি একথাই বলেন। তিনি বলেন, ‘গত তিন-চার বছরে সকলে অবশ্যই লক্ষ করেছে, সারা বিশ্বের দেশগুলি এখন ভারতের দিকে নজরদারি করছে। ভারত রূপান্তরিত হচ্ছে, ভারত এগিয়ে চলেছে। পুরনো মনোভাব ছিল “চলতাহে চলতাহি রহেগা” কিন্তু এখন, এটি পরিবর্তিত হয়েছে। আজ বিশ্বব্যাংক, আইএমএফ এবং মুডির মত সংস্থাগুলি ইতিবাচকভাবে ভারতের দিকে নজর দিচ্ছে’। প্রধানমন্ত্রী আরও বলেন, “রূপান্তরের সংস্কার সরকারের নীতিগত মন্ত্র”। নির্মাণসংস্থা, বিমান পরিবহন, খনি, কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং অন্যান্য নানান ক্ষেত্রে মোট বিনিয়োগের আর্ধেকের বেশি এই তিন-চার বছরে হয়েছে বলে মনে করেন তিনি। এই কনফারেন্সে ১২৪ জন সংসদ সদস্য এবং ২৩ টি দেশের ১৭ জন মেয়র অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রাজ্যসভার উপ-সভাপতি পি জে কুরিন, লোকসভা উপ-সভাপতি থাম্বদুরাই সহ অনেকে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রতি বছর ৯ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালিত হয়। দেশের জন্যে ভারতীয় বংশোদ্ভুত ব্যক্তিদের অবদানকে স্মরন করতেই এই অনুষ্ঠান।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

 

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *