Breaking News
Home / TRENDING / রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজে মোদিকে তোপ বোন প্রিয়াঙ্কা

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজে মোদিকে তোপ বোন প্রিয়াঙ্কা

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

মানহানির মামলায় দু’বছরের জেল যাত্রা সোনিয়া পুত্র রাহুলের, খারিজ হয়ে গিয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ। আর এরপরই গর্জে উঠলেন রাহুলের বোন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi Vadra)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে দেখা গেল তাকে। তার প্রশ্ন, প্রধানমন্ত্রীজির ‘চামচারা’ এক শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী, মীরজাফর বলছে অথচ মোদি সংসদে কাশ্মীরি পণ্ডিতদের অপমান করেছেন। কিন্তু তাকে আদালত কোনও সাজাও শোনায়নি এবং সাংসদ পদ খারিজও হয়নি। আজ এভাবেই দাদা রাহুলের পাশে দাঁড়িয়ে তোপ দাগতে দেখা গেল তাকে।

এদিন টুইটারে ক্ষোভ উগরে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীজি, আপনার চামচারা এক শহিদ প্রধানমন্ত্রীর ছেলেকে দেশদ্রোহী, মীর জাফর বলছে। আপনার এক মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন রাহুল গান্ধীর বাবা কে? কাশ্মীরি পণ্ডিতদের প্রথা মেনে এক ছেলে বাবার মৃত্যুর পরে পাগড়ি পরেছিলেন। নিজের পরিবারের পরম্পরা বজায় রেখেছিলেন। অথচ ভরা সংসদে আপনি তাঁর পরিবার ও সমগ্র কাশ্মীরি পণ্ডিত সমাজকে অপমান করে প্রশ্ন করেছিলেন, তিনি নেহরু পদবি কেন ব্যবহার করেন না। কিন্তু এজন্য আপনার কোনও বিচারক দু’বছরের সাজা শোনায়নি। আপনার সাংসদ পদও খারিজ হয়নি।’

সেই সঙ্গেই প্রিয়াঙ্কার দাবি, রাহুল গান্ধী এক সত্যিকারের দেশভক্তের মতোই আদানির ‘লুঠ’ প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন। নীরব মোদি ও মেহুল চোক্সির কথাও বলেছিলেন। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশে তার প্রশ্ন, ‘আপনার বন্ধু গৌতম আদানি কি দেশের সংসদ ও ভারতের জনতার থেকেও বড়, যে তার লুঠ নিয়ে প্রশ্ন তুললে আপনি মরিয়া হয়ে উঠলেন?’

পাশাপাশি কংগ্রেসকে ‘পরিবারবাদী’ বলে বিজেপির তোপ দাগা প্রসঙ্গেও পালটা তোপ দিয়েছেন তিনি। তার বক্তব্য, ‘এই পরিবারই দেশের গণতন্ত্রকে নিজের রক্ত দিয়ে গড়ে তুলেছে।’ এদিকে রাহুল গান্ধীও টুইটারে নিজের গ্রেপ্তারি সম্পর্কে গর্জে উঠে লিখেছেন, ‘আমি ভারতের কণ্ঠস্বর হতে লড়াই করছি, আমি যে কোনও মূল্য চোকাতে তৈরি।’

উল্লেখ্য, সুরাটের আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করার পর থেকেই তার উপর সাংসদ পদ বাতিল হলো। শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজের সুপারিশ করে লোকসভার সচিবালয়, এরপরই খারিজ হয়ে যায় তার সাংসদ পদ। এরপর থেকেই তুঙ্গে বিতর্ক। জানা গিয়েছে, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আলোচনায় বসেছেন কংগ্রেস নেতৃত্ব। আলাদা করে রাহুল-সোনিয়া-প্রিয়াঙ্কা বৈঠক হওয়ার কথাও জানা গিয়েছে।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *