Breaking News
Home / TRENDING / আধার কার্ডের সঙ্গে প্যানের যুক্তিকরণ শেষ ? জানেন আর কত দিন করতে পারবেন ?

আধার কার্ডের সঙ্গে প্যানের যুক্তিকরণ শেষ ? জানেন আর কত দিন করতে পারবেন ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

৩১ মার্চের মধ্যে আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে প্যান কার্ডের যুক্তি সেরে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ না হলে প্যান কার্ডের (PAN Card) কার্যকারিতা নষ্ট হয়ে যাবে বলেই নির্দেশিকা জারি করা হয়েছে।

কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রে এই নিয়মের ব্যাতিক্রম রয়েছে। নির্দিষ্ট কয়েকজনের জন্য এই যুক্তিকরণ বাধ্যতামূলক নয় বলেই জানিয়েছে কেন্দ্র।

২০১৭ সালের আয়করের একটি নির্দেশিকা অনুযায়ী, মোট চারটি ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হবে। প্রথমত, অসম (Assam) ও মেঘালয়ের (Meghalaya) বাসিন্দারা এই নিয়মের আওতায় পড়েন না। প্যান-আধারের সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয় জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) বাসিন্দাদের জন্যও। এছাড়াও ৮০ বছরের বেশি ভারতীয় নাগরিকদের এই সংযুক্তিকরণ করতে হবে না। প্রবাসী ভারতীয় বা বিদেশি নাগরিকদের জন্যও এই নিয়ম প্রযোজ্য নয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ মার্চের মধ্যেই এই সংযুক্তিকরণ করে ফেলতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু এক বছরের সেই সময়সীমা বাড়লেও তার জন্য জরিমানা ধার্য করা হয়। ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা জরিমানর নির্দেশ দেয় কেন্দ্র, যদিও এই পদক্ষেপ ঘিরে সমালোচনার মুখে পড়েছে সরকার।

লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানান, ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এখনও প্রান্তিক এলাকায় বসবাস করেন। তাদের অনেকের কাছেই ইন্টারনেট পরিষেবা সহজলভ্য নয়। আধার এবং প্যানকার্ডের সংযুক্তিকরণ করাতে তাদের ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে। এহেন পরিস্থিতিতে বিশাল অঙ্কের জরিমানা দেওয়া কার্যত অসম্ভব। তবে এখনও নিয়মের কোনও বদল ঘটেনি।

Spread the love

Check Also

আর ৩ বছর নয়, স্নাতকের সময়সীমা বেড়ে ৪ বছর, তারপরই সরাসরি গবেষণা ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: স্নাতকের পঠন পাঠনের ক্ষেত্রে বদলে যাচ্ছে নিয়ম। এবার আর তিন বছরে …

জুনে শুরুতেই গরম আরো বাড়ছে। জানেন, কোন কোন জেলায় বাড়বে তাপমাত্রা ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- আজ মাসের শেষ, জুনের শুরুতেই গরমে জ্বলছে বাংলা। সপ্তাহের শুরু থেকে …

জানেন, কি কারণে গ্রেফতার কালীঘাটের কাকু ? বেরিয়ে এলো আসল রহস্য

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র, অভিযোগ তথ্য গোপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *