চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
রবিবার রাত ১২ টা থেকে থেকে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড লাইনের সমস্ত লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানালো পূর্ব রেল।তার পরিবর্তে ডানকুনি-বর্ধমানের মধ্যে কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হবে।
বেলানগর স্টেশনে কাজের জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে রবিবার অর্থাৎ ২৬ মার্চ কোনও লোকাল ট্রেন চলবে না। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য হাওড়া-বর্ধমান কর্ড লাইনে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।
শুক্রবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলানগর স্টেশনে যে ইলেকট্রনিক ইন্টারলকিং আছে, সেটি পালটে ফেলা হবে। সেজন্য রবিবার রাত ১২ টা ৩০ মিনিট থেকে থেকে রাত ১১ টা ৩০ মিনিট পর্যন্ত বেলানগর স্টেশনে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে।
তবে রবিবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা থাকার কারণে হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে দুই জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। ওই দুই জোড়া স্পেশাল ট্রেন কখন বর্ধমান বা হাওড়া থেকে ছাড়বে এবং কখন বর্ধমান বা হাওড়ায় পৌঁছাবে, সেই তালিকা দেখে নিন-
● বর্ধমান-হাওড়া স্পেশাল লোকাল ট্রেন (ভায়া কর্ড লাইন): রবিবার সকাল ৮ টা ১০ মিনিটে বর্ধমান স্টেশন থেকে ছাড়বে। হাওড়ায় পৌঁছাবে সকাল ১০ টা ১৫ মিনিটে।
● বর্ধমান-হাওড়া স্পেশাল লোকাল ট্রেন (ভায়া কর্ড লাইন): বর্ধমান থেকে ছাড়বে সকাল ৯ টা ১৫ মিনিটে। সকাল ১১ টা ২০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।
● হাওড়া-বর্ধমান স্পেশাল লোকাল ট্রেন (ভায়া কর্ড লাইন): দুপুর ২ টো ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে বিকেল ৪ টে ৫০ মিনিটে।
● হাওড়া-বর্ধমান স্পেশাল লোকাল ট্রেন (ভায়া কর্ড লাইন): হাওড়া থেকে ছাড়বে দুপুর ৩ টে ৩৫ মিনিটে। বর্ধমান পৌঁছাতে বিকেল ৫ টা ৪০ মিনিট বেজে যাবে।
বর্ধমান-ডানকুনি-বর্ধমানের মধ্যে স্পেশাল ট্রেন
রবিবার বর্ধমান-ডানকুনি-বর্ধমানের মধ্যে আট জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। ওই স্পেশাল ট্রেনগুলি কর্ড লাইন দিয়েই চলবে। কোন সময়, কোন স্টেশন থেকে ছাড়বে, তা দেখে নিন –
● বর্ধমান থেকে ভোর ৫ টা ৪০ মিনিটে ছাড়বে। ডানকুনিতে সকাল ৭ টা ১০ মিনিটে পৌঁছাবে।
● সকাল ৬ টা ৫০ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। সকাল ৮ টা ২০ মিনিটে পৌঁছাবে ডানকুনিতে।
● বর্ধমান থেকে সকাল ৭ টা ৩০ মিনিটে ছাড়বে। ডানকুনিতে সকাল ৯ টায় পৌঁছাবে।
●সকাল ৮ টা ৩৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। সকাল ১০ টা ৫ মিনিটে পৌঁছাবে ডানকুনিতে।
●বর্ধমান থেকে দুপুর ৩ টে ২৫ মিনিটে ছাড়বে। ডানকুনিতে বিকেল ৪ টে ৫৫ মিনিটে পৌঁছাবে।
●বিকেল ৪ টে ৫০ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে পৌঁছাবে ডানকুনিতে।
●বর্ধমান থেকে বিকেল ৫ টা ৫০ মিনিটে ছাড়বে। ডানকুনিতে সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে পৌঁছাবে।
●সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে। রাত ৮ টা ১৫ মিনিটে পৌঁছাবে ডানকুনিতে।
ডানকুনি-বর্ধমান স্পেশাল লোকাল ট্রেন
●সকাল ৭ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে সকাল ৯ টা ২৫ মিনিটে।
●ডানকুনি থেকে সকাল ৮ টা ৩৫ মিনিটে ছাড়বে। সকাল ১০ টা ৫ মিনিটে বর্ধমানে পৌঁছাবে।
●সকাল ৯ টা ১৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে সকাল ১০ টা ৪৫ মিনিটে।
●ডানকুনি থেকে সকাল ১০ টা ২০ মিনিটে ছাড়বে। সকাল ১১ টা ৫০ মিনিটে বর্ধমানে পৌঁছাবে।
●বিকেল ৫ টা ১০ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে।
●ডানকুনি থেকে সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে ছাড়বে। রাত ৮ টা ৫ মিনিটে বর্ধমানে পৌঁছাবে।
●সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে ডানকুনি থেকে ছাড়বে। বর্ধমানে পৌঁছাবে রাত ৯ টা ৫ মিনিটে।
●ডানকুনি থেকে রাত ৮ টা ৩০ মিনিটে ছাড়বে। রাত ১০ টায় বর্ধমানে পৌঁছাবে।