Breaking News
Home / TRENDING / সত্যিই, বাগদান সারতে চলেছে পরিণীতি এবং রাঘব চড্ডা?

সত্যিই, বাগদান সারতে চলেছে পরিণীতি এবং রাঘব চড্ডা?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-

কেন এতো লুকোচুরি? বিয়ের সানাই বাজছে, অথচ মুখে কুলুপ এঁটেছেন পাত্র এবং কন্যাপক্ষ। যেন কিছুই হচ্ছে না! তবে এই বার লুকোচুরির পালা শেষ। এতো দিনের সব জল্পনায় শীলমোহর পরতে চলেছে। ১৩ই মে নিঃসন্দেহে পরস্পরের সঙ্গে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা।

দুই তারকার বাগ্‌দান উপলক্ষে সেজে উঠেছে দুই রাজ্যের দুই এলাকা। বান্দ্রায় পরিণীতির বাসভবন যেমন আলো ঝলমল করছে, তেমনই দিল্লিতে রাঘবের সরকারি বাসভবনও সেজেছে আলো আর ফুলে। সেই গৃহসজ্জার ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়। বাগ্‌দান উপলক্ষে সাজ সাজ রব দুই পরিবারের, তা যে চোখ এড়ানোর উপায় নেই।

খবর অনুযায়ী, শনিবার নয়া দিল্লির কাপুরথলা হাউসে পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে আংটিবদল করবেন রাঘব-পরিণীতি। অনুষ্ঠানের সূচনা হবে শিখ রীতির প্রার্থনা ‘আদ্রস’ দিয়ে। থাকবে ভজন গানের আয়োজন, অবশ্য তা গুরদ্বারে সংঘটিত হবে। বিকেল ৫টায় শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহেব-এর অংশ শুকুমণি সাহেব পাঠ করা হবে। তার পরই শুরু হবে আদ্রস বা প্রার্থনা। শুভ লগ্নে সুসজ্জিত অনুষ্ঠানকক্ষে আংটিবদল করবেন রাঘব-পরিণীতি। এর পর মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের আয়োজন থাকবে নিমন্ত্রিতদের জন্য।

ইতিমধ্যে বোনের বাগদান উপলক্ষে দেশে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর কারা থাকছেন নিমন্ত্রিতদের তালিকায়? এখনও অবধি জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তাঁর পঞ্জাব-অংশীদার ভগবন্ত মন আসন আলো করবেন। আসবেন বলিউড তারকারাও। সব মিলিয়ে নিমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় ১৫০ জন। পরিণীতির শুভ পরিণয়ে বুক ভরা আশীর্বাদ পাঠিয়েছেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *