Home / TRENDING / জাতপাত আর আঞ্চলিকতা পিছু ছাড়ছে না ভারতের রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতি নির্বাচনেও

জাতপাত আর আঞ্চলিকতা পিছু ছাড়ছে না ভারতের রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতি নির্বাচনেও

কমলেন্দু সরকার  :

রাষ্ট্রপতি নির্বাচনে দলিত রামনাথ কোবিন্দকে প্রার্থী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মাস্টারস্ট্রোক দিলেন তখন বিরোধীরা মহামুশকিলে পড়ে গিয়েছিলেন। কাকে প্রার্থী করা যায় এ নিয়ে বিস্তর আলোচনা চলল। শেষপর্যন্ত হাতের কাছে পাওয়া গেল জগজীবন রাম-কন্যা মীরা কুমারকে। তাই সই। তড়িঘড়ি বিরোধীরা মীরা কুমারের নাম ঘোষণা করেদিলেন। ফল কি দাঁড়াল, এক দলিতের বিপরীতে আর এক দলিত। অর্থাৎ জাতপাতের লড়াই দেখা গেল রাষ্ট্রপতি নির্বাচনে। যেমনটা দেখা যায়, সাধারণ নির্বাচনে!

এবার বিরোধীরা বিপরীতে গোলে বল ঠেললেন। উপ রাষ্ট্রপতি পদে প্রার্থী করলেন গান্ধীজির প্রপৌত্র গোপালকৃষ্ণ গান্ধীকে। সুভদ্র অমায়িক। গায়ে কোনও কালো ছাপ নেই। একদা পশ্চিমবঙ্গের রাজ্যপালও ছিলেন। দক্ষিণের মানুষ। এবার প্রাদেশিকতা এল উপ রাষ্ট্রপতি প্রার্থীপদ নির্বাচনে। বিজেপি-র প্রার্থী হলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। বেঙ্কাইয়াকে উপ রাষ্ট্রপতি পদে মনোনয়ন করা এটা বিজেপি বড় চমক! কেন বিজেপি-র একজন জাতীয় নেতাকে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরিয়ে উপ রাষ্ট্রপতি করা হচ্ছে এ নিয়ে বিস্মিত রাজনৈতিক মহল! সূত্রের খবর, রাজনৈতিক মহল নাকি তুলনা টানছেন কংগ্রেসের প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করা নিয়ে।

সে যাই হোক, রাষ্ট্রপতি এবং উপ রাষ্ট্রপতির পদপ্রার্থী নিয়ে সরকার এবং বিরোধীপক্ষের জাতপাত এবং প্রাদেশিকতার লড়াই এর আগে আমরা দেখেছি কী!

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *