নীল বণিক :
আধার কার্ডের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে বেআইনি অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিচ্ছেন। কলকাতায় বসে এভাবেই মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তাঁর দাবি রাজ্যের বাসিন্দাদের আধার কার্ড থাকলে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সহজেই স্থানীয় প্রশাসন চিহ্নিত করতে পারে। আধার কার্ডের বিরোধিতা করার অর্থ অনুপ্রবেশ সমস্যাকে মদত দেওয়া। বণিকসভার এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। উল্লেখ্য আধার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার সমালোচনা করেন কেন্দ্রীয় সরকারের। তাই কলকাতায় এসে বণিকসভার অনুষ্ঠানে রাজ্যের শিল্পপতিদের সামনে কেন্দ্রীয় মন্ত্রী তুলে ধরলেন কেন কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে আধার চাইছে। জিএসটি নিয়ে রাজ্য সরকারকে ঠুকলেন রবিশঙ্কর প্রসাদ। তাঁর দাবি রাজ্যের বহু শিল্পপতিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কথা হয়েছে। তাঁরা কেউ সেভাবে বিরোধিতা করেননি। তবে যাঁদের রাস্তায় নেমে বিরোধিতা করা অভ্যাস তাঁরা তা করবেনই। তাই বলে কেন্দ্রীয় সরকার তার কর্মসূচি থেকে সরবেন না বলেও জানান তিনি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন