ওয়েব ডেস্ক:
মোহনবাগানে ট্রায়ালে আসা পুণে এফসি-র রোহিত জর্ডনকে পছন্দ কোচ এবং সবুজমেরুন কর্তাদের। গতবার নজরকাড়া ফুটবল খেলেছিলেন রোহিত আইএফএ শিল্ডে পুণে এফসির হয়ে। সঙ্গে মোহনবাগান নিচ্ছে আরও কয়েকজনকে। এছাড়া আইএসএল-এর ড্রাফটিং হয়ে যাওয়ার পর যেসব ফুটবলার থাকবেন তাঁদের থেকেও কাউকে কাউকে নেওয়ার কথা ভাবছেন সবুজমেরুন কর্তারা।