ওয়েব ডেস্ক :
সিরিয়ান আটাকিং মিডফিল্ডার আল আমনা শহরে পা দিতেই লালহলুদে খুশির জোয়ার। গতবার আইজল এফসি দুর্ধর্ষ ফুটবল খেলেছিলেন। আই লিগ আইজল এফসির আমনা এবারও আই লিগ জিততে চান। তাই পাখির চোখ করছেন আই লিগকেই। তবে তাঁর প্রথম লক্ষ্য ইস্টবেঙ্গলকে টানা আটবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন করা। আল আমনা জানিয়েছেন, ইস্টবেঙ্গল বহুদিন আই লিগ পায়নি। তাই সমর্থকদের প্রত্যাশার চাপ সামলে ভাল খেলাটাই আমার প্রধান লক্ষ্য এবং আমার কাছে চ্যালেঞ্জও বটে।
লালহলুদ কোচ খালিদ জামিলের সঙ্গে আমনার ভাল বোঝাপড়া রয়েছে। এইজন্যই লালহলুদ সদস্য, সমর্থক আর কর্তারা আশায় বুক বাঁধছেন। তিন বিদেশির একজন এসে পৌঁছেছেন। আর দু’জন প্লাজা এবং ডিওন মিচেল-এর চলে আসবেন। ওঁরা দু’জনেই ত্রিনিদাদ ও টোবাগোর জাতীয় শিবিরে রয়েছেন। মিচেল তো ২০১০-এর বিশ্বকাপে ত্রিনিদাদ ও টোবাগোর দলে ছিলেন। ৬ ফুট ৩ ইঞ্চির সেন্ট্রাল ডিফেন্ডার কার্লাইল ডিওন মিচেল মিচেল-এর মেসির বিরুদ্ধেও খেলার অভিজ্ঞতা রয়েছে। এখন কলকাতা ময়দানে নেমে কতটা কী করতে পারেন সেটাই দেখার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news