ওয়েব ডেস্ক
মস্কো পার্ক থেকে সাংবাদিক নিকিতা রাজভোগায়েভ তখন ব্যস্ত ক্যামেরার সামনে লাইভ করতে। হঠাৎ-ই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির উদয় সেখানে। হাত-পা নেড়ে বেশ কিছুক্ষণ সাংবাদিককে নকল করলেন তিনি। নিকিতা তাঁকে ক্যামেরার সামনে থেকে সরে যাওয়ার অনুরোধও করেন। কিন্তু ব্যক্তি নাছোড়বান্দা। চোখের পলকে হঠাৎ সজোরে একটা ঘুষি মেরে দিলেন সাংবাদিকের মুখে। প্রায় চোখে তখন সর্ষেফুল দেখার জোগাড় সাংবাদিকের। এমনই ঘটনা সরাসরি সম্প্রচারিত হয়েছে রাশিয়ার এক জনপ্রিয় টিভি চ্যানেলে। এদিকে হঠাৎ এই ঘটনা ঘটে যাওয়ায় বেশ অপ্রস্তুতে পড়ে যান ওই টিভি চ্যানেলের সঞ্চালিকা। পড়ে অবশ্য সামলে নেন ওই ঘটনা, তবে ততক্ষণে গোটা দুনিয়া সাক্ষী হয়ে গেছে এই ঘটনার।
তবে ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ গ্রেফতার করে ওই ব্যক্তিকে। পুলিশ সুত্রে খবর ওই ব্যক্তি মদ্যপ ছিলেন।
দেখুন সেই ভিডিয়ো
https://www.youtube.com/watch?v=zb7Q0S8IbOA
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news