নিজস্ব সংবাদদাতা
হাফিজুলের ফাঁসি চেয়ে ঝাড়গ্রামে মৌন মিছিল বিজেপির ।
শনিবার বিজেপির মহিলা মোর্চার সদস্যরা, রাজ্য বিজেপি পর্যবেক্ষক মঞ্জু মহন্তির নেতৃত্বে হাফিজুলের ফাঁসির দাবিতে ঝাড়গ্রাম বিজেপি কার্যালয় থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত মুখে কাল কাপড় বেঁধে মৌন মিছিল করল। ১২ ডিসেম্বর বোলপুরের রজতপুর গ্রামে, ভয়ে এবং লজ্জায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবতী। অভিযোগ, তাঁর বাড়ি নির্মাণ কাজে যুক্ত রাজমিস্ত্রি হাফিজুল শেখ তাঁর স্নানের ছবি তুলে তাঁকে ব্ল্যাকমেল করে ও লাগাতার ধর্ষণ করে। যুবতীর পরিবারের বক্তব্য, গীতাঞ্জলি আবাস প্রকল্পে তাদের বাড়ি নির্মাণের কাজ চলছিল। সেখানে রাজমিস্ত্রির কাজ করছিল মুর্শিদাবাদের বাসিন্দা হাফিজুল শেখ। সে যুবতীর কিছু নগ্ন ছবি তুলে তাঁকো ব্ল্যাকমেল করা শুরু করে। ওই ছবি দেখিয়ে তাঁকে ধর্ষণও করে বলে অভিযোগ। এরপরই যুবতী ভয়ে এবং ঘৃণায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল, তারপর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় কলকাতার পিজি হাসপাতালে। রবিবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan