মধুমন্তী :
৭০-৮০ দশকের হিন্দি ছবির হার্টথ্রব নায়িকা ছিলেন। এখন বলিউডের প্রথম সারির হিরো রণবীর কাপুরের মা নিতু সিং-এর বয়স হল ৫৯। ১৯৬৬-তে রাজেন্দ্রকুমার-বৈজয়ন্তী মালা অভিনীত ‘সূরজ’-এ আত্মপ্রকাশ শিশুশিল্পী হিসেবে। তারপর একাধিক ছবি। তার মধ্যে ‘দো কলিয়াঁ’, ‘ওয়ারিস’, ‘প্রিয়তমা’, ‘ইয়ারানা’ উল্লেখযোগ্য। এরপর বছর সাতেক কাটলো। নিতু সিং তখন কিশোরী। পেলেন নায়িকার রোল। ছবির নাম ‘রিকশাওয়ালা’। বিপরীতে রণধীর কাপুর। পরবর্তী কালে নিতুর ভাশুর। ঋষি কাপুরের তাঁর প্রেমের শুরু ‘জহরিলা ইনসান’ ছবি করার সময়। বিয়েও আশিতে। ১৯৭৩ থেকে চুটিয়ে ছবি করেছিলেন নিতু সিং। সেইসময় বলা হত বলিউডের সবচেয়ে সুন্দর জুটি নিতু-ঋষি।
তবে নিতু হিন্দি ছবির সেরা হিরোদের সঙ্গে ছবি করেছেন। এবং বেশিরভাগই ছিল সুপার হিট। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ইয়ারানা’ ব্লকবাস্টার হিট! কাপুর পরিবারের রীতি অনুযায়ী নিতুকে সিনেমা জগৎ ছাড়তে হয়েছিল। আবার ২৬ বছর পর ফিরলেন ‘লাভ আজ কাল’ (২০০৯)। এর পরেও দু’চারটে ছবি করলেন ঠিক জমলো না। শেষ দেখা গেছে ‘বেশরম’ (২০১৩) ছবিতে। আজ নিতুর জন্মদিনে তাঁর ভক্তদের শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মাধ্যমগুলি। চ্যানেল হিন্দুস্তানের পক্ষ থেকেও রইল অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন