ওয়েব ডেস্ক :
চলছে ভড়া বর্ষা। তাই সময়ে অসময়ে আকাশ কালো করে দুকূল ভাসিয়ে নিয়ে যাচ্ছে বৃষ্টি। ছাতা মাথায় নিত্যযাত্রীরা পড়েছেন মহা বিড়ম্বনায়। কখন যে আকাশের মতিগতি কেমন, তা বোঝা বড় দায়। এদিকে তো সামান্য বৃষ্টিতেই হাঁটু জলে ভেসে যায় কলকাতার রাস্তা।
তবে তারও মধ্যে খুশির খবর বর্ষায় এবার বাড়ছে ইলিশের জোগান। তাই মাছে ভাতে বাঙালির পাতে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছা ভাজা।
এই বর্ষার মরসুম চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। অন্যদিকে এবার পুজো এগিয়ে এসেছে সেপ্টেম্বরে। তাই ভরা পুজোর বাজার ভাসিয়ে দেবে এই বৃষ্টি বলে আশঙ্কা একাংশের।
আকাশ থাকবে মেঘলা, সেইসঙ্গে নিম্নচাপের অক্ষরেখা থাকায় বাড়বে বৃষ্টিপাতের পরিমানও।
আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.১(-১) সর্বোনিম্ন তাপমাত্রা ২৯.০(-১)। আদ্রতা থাকবে সর্বোচ্চ ৮৪% এবং সর্বোনিম্ন ৬৭%।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন