ওয়েব ডেস্ক :
বলিউডের সঙ্গে হলিউডেও তিনি এখন চেনা মুখ। তিনি প্রিয়ঙ্কা চোপড়া।
এ হেন প্রিয়াঙ্কা মঙ্গলবার ইন্সটাগ্রামে নিজের প্রিয় পোষ্যকে বাই বাই জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন। কিন্তু কেন?
পৃথিবীর একাধিক নামীদামি টক শো-তে ইতিমধ্যেই দেখা মিলেছে তাঁর।
সেইরকমই সম্প্রতি তিনি যোগ দিতে চলেছেন প্যারিসের কুচুয়ার উইক, যেখানে ফ্যাশন সম্পর্কীয় পোশাকের নকশা প্রস্তুত হবে। তাই চরম ব্যস্ত শেডিউল পিগি চপসের। আর তাই যাওয়ার আগে নিজের পোষ্য কুকুর ডায়নাকে বাই বাই জানিয়ে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করলেন তিনি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন