ওয়েব ডেস্ক:
সব জল্পনার অবসান। ইস্টবেঙ্গলে সই করলেন প্লাজা। প্লাজা নিজেও বলেছেন, আর এক মরশুম লালহলুদ জার্সি পরবেন। গোয়ান উইঙ্গার ভিক্টোরিনো ফার্নান্ডেজকে দলে নিতে চাইছেন ইস্টবেঙ্গল কর্তারা। ভিক্টোরিনো নিজেও স্বীকার করেছেন সে কথা। ১১ বছরের সম্পর্ক কাটিয়ে ইস্টবেঙ্গল ছাড়ছেন মেহতাব হোসেন। তিনি কেরালা ব্লাস্টার্স-এর হয়ে আই এস এল খেলবেন। মোহনবাগান স্ট্রাইকার বলবন্তও আই এস এল খেলতে আগ্রহী। তাই তিনি ড্রাফটিংয়ে উঠতে চান। অতএব তিনি এবার আই লিগ খেলবেন না। বাগান কর্তারা বলবন্তের আশা ছেড়ে দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news