নিজস্ব প্রতিনিধি:
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে আজ জোর তৎপরতা। রাষ্ট্রপতি প্রার্থী বাছাই এবং রণকৌশল নিয়ে বিরোধীরা আজ বৈঠকে বসছেন সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে। কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধির ডাকা বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই বুধবার দিল্লি উড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে থাকছেন সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, জনতাদল ইউনাইটেড, ডি এম কে এবং বাম দলগুলি। এখন প্রশ্ন, নরেন্দ্র মোদী যদি মাস্টার স্ট্রোক দেওয়ার জন্য প্রণব মুখোপাধ্যায়কে ফের রাষ্ট্রপতি ভবনে পাঠানোয় রাজি হন তাহলে বিরোধীরা কী করবেন! মনে হয়, এড়িয়ে যেতে পারবেন না বিরোধীরা। তাঁকে সমর্থন করতে পারেন। আর যদি ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি পদে প্রার্থী হন তাহলে বিরোধীরা গোপালকৃষ্ণ গান্ধি কিংবা জগজীবন-কন্যা মীরা কুমারকে প্রার্থী করতে পারেন। আজকের বিরোধী দলগুলির এই বৈঠকে এসব নিয়েই আলোচনা হবে আশা করা যায়। প্রশ্ন উঠেছে, বিরোধী দলের ঐক্য শেষপর্যন্ত অটুট থাকবে তো!