নীল বণিক :
মমতার নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই রাজ্যে আসতে চান বিশ্ব হিন্দু পরিষদের প্রধান প্রবীন তোগাড়িয়া।
দিল্লি সূত্রের খবর, মার্চ মাসের শেষের দিকে রাজ্য সফরে অাসতে পারেন প্রবীন তোগাড়িয়া। বীরভূমের রামপুরহাটে তিনি একটি সভা করতে পারেন বলে এখন পর্যন্ত খবর। যদিও এই রাজ্যে প্রবীন তোগাড়িয়ার আসাতে নিষেধাজ্ঞা রয়েছে রাজ্য সরকারের। এর আগে মমতা প্রশাসন জানিয়েছিল, প্রবীন তোগাড়িয়া রাজ্যে পা রাখলেই তাঁকে গ্রেফতার করা হবে। এমনকি চলতি বছরে উত্তরবঙ্গে প্রবীন তোগাড়িয়ার সভাতে পুলিশ অনুমতি দেয়নি। যার ফলে শেষ পর্যন্ত উত্তরের মাটিতে শেষ সভা করতে পারেননি তিনি। তাই এবারের তাঁর রাজ্য সফরের সময় রাজ্য সরকারের অনুমতি মিলবে কিনা তা শুরু হয়ে গেছে জলঘোলা।