নীল বণিক :
দলে মুকুল রায়কে পেয়ে হাতে চাঁদ পেয়েছে বিজেপি। সবংয়ের ফলাফলের পর এখন এই কথা এক বাক্যে মানছে দিল্লির বিজেপি। এমনকি দলের সভাপতি অমিত শাহ নিজেও সবং নিয়ে তাঁর মনোভাব গোপন করেননি। দলের অন্দরে তিনি বলেছেন, “সবং নির্বাচনে এক ধাক্কায় ১৫% ভোট বেড়েছে। বুথওয়াড়ি হিসেবেও স্পষ্ট হয়েছে বহু বুথে বিজেপি দ্বিতীয় স্থানে। তাই এখন থেকে মাটি কামড়ে পড়ে থাকলে ফল মিলতে বাধ্য”।
দলের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গিয়র থেকে সবং নির্বাচনের বুথ ভিত্তিক ফলাফল পেয়েছেন তিনি। রাজ্য থেকে সবং নির্বাচনের তিন পাতার রিপোর্ট গেছে দিল্লিতে। সেই রিপোর্ট খুঁটিয়ে দেখেছেন ‘ঝানু’ নির্বাচন স্ট্রাটেজিস্ট অমিত। রিপোর্টের বিচার বিশ্লেষণ করেই এমন মন্তব্য করেছেন অমিত। জানিয়েছেন অমিত শাহ। দলের আর এক কেন্দ্রীয় নেতা সুরেশ পূজারিও সবংয়ের ফলাফলে উৎসাহিত। তাঁর বক্তব্য, “বিগত বিধানসভা ভোটে সবং কেন্দ্রে দল পেয়েছিল প্রায় ৫৫০০ ভোট। এক লাফে সেই ভোট বৃদ্ধি রাজ্য রাজনীতিতে যথেষ্ট ইঙ্গিতপূর্ন”।
সবংয়ে হাতে গরম সাফল্যের সঙ্গে সঙ্গে যাঁর নাম গত দু’দিন ধরে বিজেপির কেন্দ্রীয় দফতরে ঘোরাফেরা করছে, তিনি হলেন মুকুল রায়। অমিত শাহ থেকে শুরু করে দিল্লির প্রায় সব নেতাই এখন বলছেন যে মুকুল রায়কে দলে নিয়ে তাঁরা ভুল করেননি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan