নিজস্ব সংবাদদাতা
প্রধানমন্ত্রীকে বর্ন বিদ্বেষের বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য রাখার জন্যে দাবী তুললেন ডাঃ বি আর আম্বেদকারের নাতি প্রকাশ আম্বেদকার। গতকাল মহারাস্ট্রে হওয়া ভীম-কোরেরগাঁও কান্ডে অভিযুক্ত সামহাজি ভীদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার ‘গুরু’ হিসেবে সম্মানিত করার পর থেকে আলোচনা শুরু হয় বিভিন্ন রাজনৈতিক মহলে। একই দাবির জন্য সিনিয়র কংগ্রেস নেতা মল্লিকার্জান খড়্গকে প্রশংসা করায় আম্বেদকর বলেন, প্রধানমন্ত্রীকে স্বীকার করতে হবে যে, তিনি যে ব্যক্তিকে তার গুরু বলে ঘোষণা করেছেন তিনি এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী। বিশৃঙ্খলায় বিশ্বাসী এমন গুরুকে বিশ্বাস করা যায় কিনা সে প্রশ্নের উত্তর জানতে প্রধানমন্ত্রীর কাছে লোকসভায় স্পষ্ট বিবৃতি অনুরোধ করেছেন তিনি। নাগপুর, পুনা ও বারামতিতে ঘটা এই বিক্ষোভগুলির ফলে মুম্বাই ও পার্শ্ববর্তী এলাকায় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং পাথর-পিলিং সংঘর্ষের ঘটনাও ঘটে। তাছারাও প্রকাশবাবু শান্তভাবে আন্দোলন করতে এবং শান্তি বজায় রাখতে প্রতিবাদকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan