নিজস্ব সংবাদদাতা
“দেশের বর্তমান প্রয়োজন উন্নয়ন, জাতিগত দ্বন্দ্ব নয়” বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। গতকাল মহারাষ্ট্রে হওয়া ভীম-কোরেরগাঁও হিংস্রতার পর এই কথাই বললেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, রাজ্যের অভ্যন্তরে ও বাইরে উভয়ই এমন বাহিনী আছে, যেগুলি বর্ন বিদ্বেষীতার মাধ্যমে দ্বন্দ্ব তৈরি করে মহারাষ্ট্রকে বিভক্ত করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, মহারাষ্ট্রের সাধারণ মানুষ যেন গুরুত্ব না দেয়। যারা এই পরিস্থিতির জন্যে যারা দায়ী তারাও যেন কোনো ভাবে সর্মথন না পায়, এতে রাজ্যের ক্ষয়ক্ষতি হচ্ছে। 4 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত থানা এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল। বিক্ষোভকারীরা থানে রেলওয়ে স্টেশনেও বিক্ষোভ দেখায় এবং বাতিল হয় 15 টি ফ্লাইট। দাঙ্গার ফলে মহারাষ্ট্রের অনেক অংশে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan