নীল বণিক
বিমল গুরুঙ্গের স্ত্রীর খোঁজে এবার আসরে নামল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর, আশা গুরুঙ্গকে জালে আনতে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। পাহাড়ের আন্দোলনের প্রথম দিকে মোর্চা সুপ্রিমোর স্ত্রী আশা গুরুঙ্গ পাহাড়েই ছিলেন। এমনকি তাঁকে মোর্চা সুপ্রিমোর পাশে থেকে পৃথক রাজ্যের দাবিতে রাস্তাতে নামতে দেখা গেছে। কিন্তু পরিস্থিতি জটিল হতে শুরু করলে আশা গুরুঙ্গকে আর পাহাড়ে দেখা যায়নি। এতদিন রাজ্য পুলিশের কর্তাদের ধারণা ছিল আশা গুরুঙ্গ বিমল গুরুঙ্গের সঙ্গেই আছেন। আশা গুরুঙ্গকে জালে নিতে পারলেই মোর্চা সুপ্রিমোর মনোবল আরও ধাক্কা খাবে বলে মত রাজ্য পুলিশের এক কর্তার। এছাড়াও তাঁকে জিজ্ঞাসাবাদ করলে নতুন তথ্য পাওয়া যাবে। পাশাপাশি রোশন গিরির স্ত্রীকেও খুঁজছে পুলিশ। গোয়েন্দারা ইতিমধ্যেই জানতে পেরেছেন মোর্চার প্রথম শ্রেনীর বেশ কয়েকজন নেতার আত্মীয়রা দেশের বাইরে চলে গেছেন। তাদের মধ্যে আবার কেউ কেউ পুলিশের খাতায় অভিযুক্ত। এবার বিমল গুরুঙ্গ, রোশন গিরিদের স্ত্রীদের গ্রেফতার করতে তাই উঠে পড়ে লেগেছেন গোয়েন্দারা। বিশেষ করে আশা গুরুঙ্গ, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দার্জিলিং পুলিশের খাতায়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan