নীল বণিক
অবশেষে অাদালতের গুঁতো খেয়ে বিজেপির মিছিলে কড়া নিরাপত্তার ব্যাবস্থা করল কলকাতা পুলিশ।
সোমবার, সিমলা স্ট্রীটে বিবেকান্দ হাউসের সামনে থেকে ফের বাইক মিছিল শুরু করে রাজ্য বিজেপি। তবে এদিন মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। কলতাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম প্রবীন ত্রিপাঠি নিজে দাঁড়িয়ে থেকে মিছিলের নিরাপত্তা সুনিশ্চিত করেন। তাঁর সঙ্গে অবশ্য আরও দুই অাইপিএস কর্তা উপস্থিত ছিলেন। সঙ্গে সাতজন এসিপি পদমর্যাদার অফিসারও ছিলেন। মিছিল শুরু হওয়ার অাগে অাদালত নিযুক্ত অফিসার রবিশঙ্কর দত্ত পুলিশকে বলেন, ‘অাপনাদের দায়িত্ব অাপনারা পালন করবেন।
অামি অাশা করব অতীতে মিছিল নিয়ে যা হয়েছে, সোমবার তার পুনরাবৃত্তি হবে না।’ যদিও সোমবারও বিজেপির মিছিলে হামলার অভিযোগ ওঠে। মিছিল তেলেঙ্গানা বাগানে পৌঁছাতেই তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপির কর্মীরা। পুলিশের উপস্থিতিতে অবশ্য পরে হাতাহাতি বন্ধ হয়। পুলিশ দু’পক্ষের সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর পুলিশ ফের মিছিলটিকে বের করে নিয়ে যায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/2018/01/mamata-cbi-copy/