নিজস্ব সংবাদদাতা :
ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করার জন্য শহরে পা দিয়ে হুঙ্কর ছেড়ে রাখলেন ডুডু ওমাগবেমী। তঁার কথায়, ‘ইস্টবেঙ্গলের ম্যাচ দেখেছি। টিমে কোয়ালিটি ফুটবলার রয়েছে। নিশ্চয়ই চলতি মরশুমে ইস্টবেঙ্গল আই লিগ চ্যাম্পিয়ন হবে।’ ডুডু জানিয়ে দেন, তিনি ডার্বি খেলতে তৈরি রয়েছেন। কলকাতায় ডুডু শেষ বড় ম্যাচে নেমেছিলেন সবুজ–মেরুণ জার্সিতে। সেই ডার্বিতে লাল কার্ড দেখায় গোটা ম্যাচ খেলেননি। ওসব মনে না রেখে সামনে তাকাতে চান। বলেন, ‘দ্যাটস ডিফারেন্ট ম্যাচ। ডার্বিতে কী হবে কেউ আন্দাজ করতে পারে না। অতীতে যা হয়েছে ভুলে গিয়ে সামনের ম্যাচ নিয়ে ভাবছি। নতুন বছরে ইস্টবেঙ্গলের হয়ে সেরাটা দিতে চাই।’ সনি নর্ডিকে নিয়ে বলেন, ‘ডার্বিতে দুটো প্লেয়ারের যুদ্ধ হয় না, হয় দুটো টিমের ফাইট। সনির সঙ্গে আগে কখনও দেখা হয়নি। তবে, ফুটবল মাঠের নব্বই মিনিট আমরা শত্রু। মাঠের বাইরে আমরা বন্ধু। ডার্বিটা ডুডু বনাম সনি নয়। ম্যাচটা ইস্টবেঙ্গলের খেলবে মোহনবাগানের বিরুদ্ধে।’ লাল–হলুদ সমর্থকদের স্বস্তি দিয়ে ডুডুর বার্তা, ‘আমি জানি সমর্থকরা উত্তেজিত আছে। তারা আমাকে খুব ভালবাসে। ডুডু একইরকম রয়েছে। এখনও শেপে রয়েছি।’ ইস্টবেঙ্গল সমর্থকদের খুশি করতে চান ডুডু।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/2018/01/mohun-bagan-new-foreign-player/